ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুন ৩, ২০১৬
উত্তর প্রদেশে সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২১ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তর প্রদেশের মথুরা শহরের একটি পার্ক উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পার্ক দখলদারদের সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

বৃহস্পতিবার (০২ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে শুক্রবার (০৩ জুন) স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা হলেন- মথুরা শহরের পুলিশ সুপার (এসপি) মুকুল দ্বিবেদী ও স্থানীয় ফারাহ পুলিশ স্টেশনের কর্মকর্তা সন্তোষ কুমার। ওই ঘটনায় আহত অন্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সিটি ম্যাজিস্ট্রেট রাম রাজ যাদব।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেশটির আদলতের নির্দেশে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ২৬০ একর আয়তনের মথুরার জওহর বাঘ এলাকার পার্কটি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে অভিযান শুরু করলে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পরে অভিযান বাতিল হয়। এতে পার্কটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। সংঘর্ষের সময় গুলি-বুলেট ছোড়াছুড়ি এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

২০১৪ সাল থেকে ওই পার্কটি অবৈধভাবে ভোগ দখল করে আসছে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।