ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যৌথ অভিযানে আল-শাবাবের প্রশিক্ষণ প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, জুন ৪, ২০১৬
যৌথ অভিযানে আল-শাবাবের প্রশিক্ষণ প্রধান নিহত

ঢাকা: সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাবের বিশেষ শাখার প্রধান প্রশিক্ষক যৌথ অভিযানে নিহত হয়েছেন। দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সি অ্যান্ড সিকিউরিটি এজেন্সি (এনআইএসএ) এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে।

 

গোয়েন্দা সংস্থা জানায়, যৌথ অভিযানে আল-শাবাবের প্রশিক্ষণ প্রধান ম’আলিম নিহত হয়েছেন। তিনি জঙ্গি সংগঠনটির বিশেষ শাখার প্রশিক্ষক ছিলেন। প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

 

তবে ঘটনার বিষয়ে জঙ্গি সংগঠনটির পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত বুধবার (০১ জুন) সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে গাড়ি বোমা হামলা চালায় সংগঠনটি। এতে দুই এমপিসহ কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।