ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ সীমান্ত বেড়া নির্মাণ চলতি বছরই সমাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, জুন ৪, ২০১৬
ভারত-বাংলাদেশ সীমান্ত বেড়া নির্মাণ চলতি বছরই সমাপ্ত

ঢাকা: ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ কাজ চলতি বছরের শেষ নাগাদ সমাপ্ত হবে। এরপর কোনোভাবেই অবৈধ উপায়ে কেউ সীমান্ত অতিক্রম করতে পারবেনা বলে জানিয়েছেন ভারতের আইন ও বিচার বিষয়ক ইউনিয়ন মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া।

 

শুক্রবার (০৩ জুন) নাগাল্যান্ডের কোহিমায় রাজ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কর্নাটকার এ মুখ্যমন্ত্রী বলেন, উভয় দেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী অর্ধ দশক আগে থেকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ সীমান্তে বেড়া নির্মাণ কাজ সম্পন্ন হবে।

এর ফলে উভয় দেশ থেকে সঠিক কাগজপত্র ছাড়া অবৈধভাবে কেউ অনুপ্রবেশ করতে পারবে না।

দেশের স্বার্থ ও নিরাপত্তায় মোদি সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বলেও এ সময় উল্লেখ করেন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স’র (এনডিএ) এ মন্ত্রী।

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।