ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মন্ত্রিত্ব থেকে সড়ে দাঁড়ালেন একনাথ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুন ৪, ২০১৬
মন্ত্রিত্ব থেকে সড়ে দাঁড়ালেন একনাথ

ঢাকা: অবশেষে মন্ত্রিত্ব থেকে সড়ে দাঁড়ালেন ভারতের মহারাষ্ট্রের রাজস্ব মন্ত্রী একনাথ খডস। বেশ কিছুদিন ধরেই তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছিলো।

শনিবার (০৪ জুন) সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিসের সঙ্গে এক বৈঠকের পর তিনি মন্ত্রিত্ব থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো ।  

এর আগে আম আদমি পার্টি অভিযোগ করে জানায়, একনাথ নিজের পদের অপব্যবহার করে জমি-কেলেঙ্কারিতে নাম লিখিয়েছেন। এছাড়া মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার যোগযোগ হতো বলে অভিযোগ ছিলো।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।