ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুহাম্মদ আলীর মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুন ৪, ২০১৬
মুহাম্মদ আলীর মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া

ঢাকা: শতাব্দীর সেরা ক্রীড়াবিদ বক্সার ‘দ্য গ্রেটেস্ট’ মুহাম্মদ আলীর প্রয়াণে শোকাহত গোটা বিশ্ব। বিবৃতি-ক্ষুদে বার্তায় মুহাম্মদ আলীর আত্মার শান্তি কামনা করছেন বিশ্বের নেতা ও তারকা ব্যক্তিত্বরা।

তারা একইসঙ্গে সমবেদনা জানাচ্ছেন প্রয়াত মুহাম্মদ আলীর পরিবার ও শুভানুধ্যায়ীদেরও।

শনিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ বক্সিং কিংবদন্তির মৃত্যু খবর পেতেই যেন শোকের ভারে নুয়ে পড়েন বিশ্বনেতা ও তারকা ব্যক্তিত্বরা। শোকের অন্ধকার নেমে আসে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তৎক্ষণাৎ তার বিবৃতিতে বলেন, ‘আমরা তাকে একইসঙ্গে দেখেছি নির্ভীক, তরুণদের প্রেরণা, অভাবীদের জন্য দরদী এবং নিজের ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে জটিলতার মধ্যেও দৃঢ় ও দারুণ মজার মানুষ হিসেবে। ’

আরেক কিংবদন্তি বক্সার মাইক টাইসন তার টুইটার বার্তায় বলেন, ‘স্বয়ং ঈশ্বর এসেছিলেন চ্যাম্পিয়ন হতে। আলী ছিলেন একজন মহান বক্সার...!’

আলীর ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী ও তার বন্ধু বক্সার জর্জ ফোরম্যান বলেন, ‘মুহাম্মদ আলী চলে যাওয়ায় যেন আমার একটি অঙ্গ হারিয়ে গেল। তিনি আমার জীবনে অমূল্য রতন। ’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তার টুইটার বার্তায় বলেন, ‘মাত্র ৭৪ বছর বয়সে চলে গেলেন মুহাম্মদ আলী। তিনি ছিলেন সত্যিকারের একজন চ্যাম্পিয়ন। আমরা সবাই তাকে মিস করবো। ’

রাগবি খেলোয়াড় জারেড হেন টুইটারে বলেন, ‘মুহাম্মদ আলী ছিলেন সবার অনুপ্রেরণা। তার আত্মার শান্তি কামনা করছি। ’

আরেক বক্সার ফ্র্যাঙ্ক ব্রুনো টুইট করেন, ‘মনুষ্যত্বের ঈশ্বর তিনি। কাছের মানুষ বন্ধু। তাকে দেখে অনুপ্রেরণা পাই। ’

স্প্রিন্টার ক্যাথি ফ্রিম্যান তার টুইটার বার্তায় বলেন, ‘তিনি বিশ্বের একজন মহান মানুষ। তার নাম ও খ্যাতি সারাজীবন মনে রাখবে মানুষ। ’

বক্সার অস্কার দে লা হোয়া টুইট করেন, ‘তিনি একজন কিংবদন্তি। আলী বক্সিংয়ে বিপ্লব এনে দিয়েছিলেন। তিনি ছিলেন সত্যিকারের চ্যাম্পিয়ন। ’

মুহাম্মদ আলীর সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সংগীতশিল্পী ম্যাডোনা বলেন, ‘কী হচ্ছে সব? আমরা আমাদের জাতীয় বীরদের হারিয়ে ফেলছি। আমাদের মানবতার স্তম্ভ ছিলেন তিনি। তিনি ছিলেন দ্য গ্রেটেস্ট। ’

ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেওয়াগ তার টুইটার বার্তায় মুহাম্মদ আলীর একটি বাণী উদ্ধৃত করে তাকে চ্যাম্পিয়ন বলে স্মরণ করেন।

এছাড়া, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ শোক জানাচ্ছেন মুহাম্মদ আলীর মৃত্যুতে। তারা প্রয়াত আলীর আত্মার শান্তিও কামনা করছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এইচএ/

আরও পড়ুন---
**মুহাম্মদ আলী: অভিমানী-জেদি-ক্ষ্যাপাটে-উদার
** মুহাম্মদ আলীর মৃত্যুতে শেখ হাসিনার শোক
**বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী আর নেই
**
মুহাম্মদ আলী ‘লাইফ সার্পোটে’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।