ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুন ৪, ২০১৬
আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩

ঢাকা: উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন।

শনিবার (০৪ জুন) বাংলাদেশ সময় বিকেলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানায়, শনিবার সকালে দেশটির রাজধানী আলজিয়ার্স থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণাঞ্চলের ল্যাগাউট রাজ্যে যাত্রীবাহী একটি বাস অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।