ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে নৌকা উল্টে নিখোঁজ ১৪, শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুন ৫, ২০১৬
চীনে নৌকা উল্টে নিখোঁজ ১৪, শিশু নিহত

ঢাকা: ঝড়ের কবলে পড়ে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাইলং লেকে একটি নৌকা উল্টে ১৪ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছে একশিশু।

শনিবার (০৪ জুন) বিকেলে সিচুয়ান প্রদেশের ওই লেকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, ১৮ জন যাত্রীসহ একটি নৌকা যোগে আনন্দ ভ্রমণ হচ্ছিলো। আকস্মিকভাবে ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে। পরে উদ্ধার কর্মীরা এসে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হন। বাকি ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

লেকটি ঘিরে পর্বতমালা থাকায় পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।