ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে কারের ওপর বাস, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুন ৫, ২০১৬
মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে কারের ওপর বাস, নিহত ১৭ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মুম্বাই-পুনে করিডর এক্সপ্রেসওয়েতে দু’টি কারের ওপর উঠে গেছে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস। এতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে কার দু’টি।

দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

 

রোববার (৫ জুন) ভোরে মুম্বাইয়ের অদূরে রায়গড়ের শেডুংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি সাতারা শহর থেকে মুম্বাই আসছিলো। আর চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়া কার দু’টি সুইফট ডিজায়ার ও টয়োটা ইনোভা মডেলের।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সুইফট ডিজায়ার কারটির চাকা বিকল হয়ে যাওয়ায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে সেটি মেরামত করছিলেন চালক। তাকে সাহায্য করতে গাড়ি থামান টয়োটা ইনোভার চালক।

এসময় দ্রুতগতিতে ছুটে আসা বাসটি ওই কার দু’টির ওপর উঠে যায়। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে বাসের মধ্যে থাকা যাত্রীদের অনেকে প্রাণ হারান। আহত হন আরও অনেকে।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ ও উদ্ধারকারী বাহিনী। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।