ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পুয়ের্তো রিকোয় হিলারির জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জুন ৬, ২০১৬
পুয়ের্তো রিকোয় হিলারির জয়

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন কেন্দ্রের শাসনাধীন পুয়ের্তো রিকো অঞ্চলের প্রার্থী বাছাই লড়াইয়েও (প্রাইমারি) জিতে গেছেন।

রোববার (৫ জুন) এ প্রাইমারি অনুষ্ঠিত হয়।

সোমবার (৬ জুন) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।  

সংবাদমাধ্যম জানায়, প্রাইমারিতে হিলারি একাই পুরে নেন পুয়ের্তো রিকোর ৬০ ডেলিগেট ভোট।  তার ভোটপ্রাপ্তির হার ৬২ দশমিক ৫ শতাংশ। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৩৭ দশমিক ২ ভোট।  

পুয়ের্তো রিকোয় জয়ে ফলে মনোনয়ন লড়াইয়ে আরও অনেকখানি এগিয়ে গেলেন হিলারি। এখন ডেমোক্রাট দলের মনোনয়ন পেতে তার প্রয়োজন আর মাত্র ৩০ ডেলিগেট ভোট।

ধারণা করা হচ্ছে আগামী মঙ্গলবারের (৭ জুন) ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নিউ মেক্সিকো, সাউথ ডাকোটা এবং মনটানা অঙ্গরাজ্যে প্রাইমারির মধ্য দিয়ে হিলারি এ লড়াই উতরে যাবেন। এরপর তার অপেক্ষা করতে হবে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত কনভেনশনের জন্য।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, জুন ০৬, ২০১৬/আপডেট: ১০৩০
আরএইচএস/এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।