ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আম্মানে বিস্ফোরণ, ৫ গোয়েন্দা কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুন ৬, ২০১৬
আম্মানে বিস্ফোরণ, ৫ গোয়েন্দা কর্মী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: জর্দানের রাজধানী আম্মানে ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জর্দান গোয়েন্দা বিভাগের তিন কর্মকর্তাসহ পাঁচ কর্মীর মৃত্যু হয়েছে।

 

সোমবার (০৬ জুন) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

জর্দান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি স্থানীয় টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, রাজধানী আম্মানের উপকণ্ঠে আল বাকা শরণার্থী শিবিরের কাছাকাছি কার্যালয়ে এ ‘সন্ত্রাসী হামলা’র ঘটনা ঘটে। এটি জর্দানে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য সবচেয়ে বড় শিবির।

‘গোয়েন্দা বিভাগের স্থানীয় কার্যালয়ের কাছে অবস্থিত শরণার্থী শিবিরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিলো। এই শিবিরে ৭০ হাজার শরণার্থী থাকেন। ’

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, নিহতদের মধ্যে তিনজন গোয়েন্দা কর্মকর্তা, একজন নিরাপত্তারক্ষী এবং একজন টেলিফোন এক্সচেঞ্জ অপারেটর রয়েছেন।

সকাল ৭টার দিকে শরণার্থী শিবিরের কাছে একটি আঁকাবাঁকা ছাউনির পাশে এ বিস্ফোরণের ঘটনা সংগঠিত হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৬, আপডেট: ১৬৪০ ঘণ্টা
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।