ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে গাড়ি বোমা হামলায় ৭ পুলিশসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জুন ৭, ২০১৬
ইস্তাম্বুলে গাড়ি বোমা হামলায় ৭ পুলিশসহ নিহত ১১

ঢাকা: তুরস্কের ইস্তাম্বুল শহরে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে সাত পুলিশ সদস্যসহ ১১ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (০৭ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সংবাদমাধ্যমগুলো জানায়, ঘটনাস্থলের পাশে পার্কিং এরিয়ায় রাখা একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় সেখানে পুলিশের ওই গাড়িটি ছিলো।

এ ঘটনায় দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।

বাংলাদেশ  সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।