মঙ্গলবার (১ অক্টোবর) রুশ বার্তা সংস্থা স্পুটনিক এ তথ্য জানিয়েছে।
গ্রেটার উদ্দেশে ভাসিলি ভ্লাসোভ লিখেছেন, আমি বিশ্ব বাস্তুসংস্থান সমস্যার বিষয়ে রুশ তরুণদের উদ্বেগ সম্পর্কে জানি।
এসময় গ্রেটার প্রবল ইচ্ছাশক্তি ও উদ্যোমেরও প্রশংসা করেন রুশ পার্লামেন্টের প্রাকৃতিক সম্পদ বিষয়ক কমিটির প্রথম ডেপুটি চেয়ারম্যান।
রাশিয়ায় নিযুক্ত সুইডিশ দূত ম্যালেনা মার্ডের কাছে লেখা আরেক চিঠিতে ভাসিলি ভ্লাসোভ জানান, তিনি গ্রেটা থানবার্গের সঠিক ঠিকানা জানেন না। তাই, আমন্ত্রণপত্রটি তার কাছে ঠিকভাবে পৌঁছে দিতে রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানান এ সংসদ সদস্য।
‘ফ্রাইডেস ফর ফিউচার’ নামে পরিবেশ রক্ষা বিষয়ক কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বে আলোড়ন তুলেছেন গ্রেটা থানবার্গ। গত বছর জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে সুইডিশ পার্লামেন্টের সামনে টানা তিন সপ্তাহ আন্দোলন করেন ১৬ বছর বয়সী এ স্কুলছাত্রী। গত মাসে জাতিসংঘে পরিবেশ রক্ষার বিষয়ে সাহসী বক্তব্য দিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি।
আরও পড়ুন> জলবায়ু আন্দোলনে গ্রেটার পাশে গোটা বিশ্ব
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
একে