ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভান্ডারিয়ায় বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
ভান্ডারিয়ায় বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের উদ্বোধন

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভান্ডারিয়া ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এরিয়ার উদ্দ্যোগে ‘আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হবে বাল্যবিয়ে মুক্ত’ শ্লোলগানকে সামনে রেখে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর।

এ ক্যাম্পেইনের একসাথে কাজ কারার জন্য সংহতি প্রকাশ করেন ব্রেক।

সীমা রানী ধর বলেন, করোনা মহামারির প্রভাবে গ্রামে-গঞ্জে বাল্যবিয়ে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহেই আমরা দুটি বাল্যবিবাহ বন্ধ করেছি। আমাদের আগোচরে আরও অনেক শিশুর বিয়ে হয়ে যাচ্ছে। সকলকে আহ্বান করি, আপনারা সক্রিয় হয়ে বাল্যবিয়ে বন্ধে উদ্যোগী হোন। সমাজের মানুষকে সচেতন করেন। ভান্ডারয়ায় আর একটিও বাল্যবিবাহ দেখতে চাই না। ওয়ার্ল্ড ভিশন ভান্ডারিয়া অফিসের ম্যানেজার লিন্ডা দফো বলেন, আমরা চাই ভান্ডারিয়ায় ১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে যেন না হয়। এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে ভান্ডারিয়া উপজেলায় তেলিখালি, মাটিভাঙ্গা, রাজপাশা এবং দক্ষিণ শিয়ালকাঠি এই চারটি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। গ্রামগুলোতে শিশুরা শিক্ষায়, স্বাস্থ্যে ও সচেতনতায় সুনাগরিক হয়ে গড়ে উঠবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আসমা আক্তার, গৌরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, তেলিখালী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন বাদল, ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আবদুল ওহাব হাওলাদার, উপজেলা সমাজ সেব কর্মকর্তা ভবানি শংকর, ব্র্যাকের জেলা ম্যানেজার জনাব জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিশু ফোরামের প্রতিনিধি ও গ্রাম উন্নয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।