ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০২ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
১০২ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক 

ময়মনসিংহ: জামালপুর জেলার মাদারগঞ্জ থেকে প্রায় ১০ লাখ টাকা মূল‍্যের হেরোইনসহ বখতিয়ার হোসেন (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব‍্যাটালিয়ন (র‍্যাব) -১৪।  

এ সময় তার কাছ থেকে ১০২ গ্রাম হেরোইন, ১৬ হাজার নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সে চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামি।  

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে র‍্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারি পরিচালক ও মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন এই তথ‍্য নিশ্চিত করেন।  

গ্রেফতারকৃত মাদক কারবারি বখতিয়ার হোসেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লোটাবর গ্রামের মো. আ. রশিদের ছেলে।  

র‍্যাব কর্মকর্তা আরও জানান, বখতিয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সম্প্রতি র‍্যাবের একটি দল তার উপর নজর রাখে।

এরপর মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ থানার শ্যামগঞ্জ কালিবাড়ী হাজী সুপার মার্কেটের তসলিম ফ্যাশন হাউজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।