ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেই ভূমি কর্মকর্তার তিন দিনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
সেই ভূমি কর্মকর্তার তিন দিনের রিমান্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ায় জালিয়াতি করে প্রায় ১০ কোটি টাকার জমি কুক্ষিগত করার অভিযোগে গ্রেফতার মনোহরদিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা শাহ মেসবাহুর রহমানের (৫৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহীর এজলাসে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাহ মেসবাহুর রহমান কুষ্টিয়া সদর উপজেলার দুর্বচরা গ্রামের মৃত শাহ উজির উদ্দিনের ছেলে।

সোমবার (১২ ডিসেম্বর) একই বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

পিবিআই কুষ্টিয়ার পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, শাহ মেসবাহুর রহমানের সাত দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আরও পড়ুন: ভূমি কর্মকর্তাসহ গ্রেফতার ৩, আতঙ্কিত জমির মালিকরা

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।