ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু  প্রতীকী ছবি

ভোলা: ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাফিন (১১) নামে শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দেবিরচর হোসাইনিয়া দাখিল মাদরাসার ছাদে এ ঘটনা ঘটে।

 

নিহত রাফিন ওই উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দেবীর চর বাজার এলাকার মো. রোমানের ছেলে। সে একই এলাকার দেবীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকালে রাফিন দেবীর চর দাখিল মাদরাসার ছাদের ওপরে খেলছিল। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।  
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহত রাফিনের বাবা-মায়ের অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে লালমোহন থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।  

এদিকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।