ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ইজিবাইক-নসিমন নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে: ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, জানুয়ারি ১৫, ২০২৩
ইজিবাইক-নসিমন নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে: ওবায়দুল কাদের

ঢাকা: অনুমোদনবিহীন ইজিবাইক, নসিমন ও করিমন নিয়ন্ত্রণে নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ নীতিমালা চূড়ান্ত হলে এসব যানবাহনের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

রোববার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য বেনজীর আহমদের এক প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ সব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে (৩১ ডিসেম্বর ২০২২) বিআরটিএ-র অনুমোদিত (রেজিস্ট্রেশন করা) গাড়ির সংখ্যা ৫৫ লাখ ৮২ হাজার ৩১০টি। বর্তমানে অনুমোদনবিহীনভাবে ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটি প্রভৃতি যানবাহন রাস্তায় চলাচল করছে। এ ধরণের যানবাহন নিয়ন্ত্রণের জন্য একটি নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে। নীতিমালা চূড়ান্ত হলে এ ধরণের যানের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময় ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।