ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেমরায় ট্রাকে মিলল ৪০ হাজার ইয়াবা, গ্রেফতার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
ডেমরায় ট্রাকে মিলল ৪০ হাজার ইয়াবা, গ্রেফতার ৩ গ্রেফতার: প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকা থেকে মো. খলিলুর রহমান, মো. সাইফুল ইসলাম ও মো. তারেক নামে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগের একটি দল। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ।  

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, কয়েকজন মাদক কারবারি একটি ট্রাকে করে ইয়াবাসহ সারুলিয়ার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম ডেমরা থানার সারুলিয়া এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে অভিযান চালায়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রেখে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে ডেমরা থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।