ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ২০ গ্রামে রোজা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ২০ গ্রামে রোজা শুরু

শরীয়তপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের প্রায় ২০ গ্রামের মানুষ একদিন আগেই পবিত্র রোজা পালন করতে শুরু করেছেন।  

বুধবার দেশের আকাশে আরবি রমজান মাসের চাঁদ দেখা।

তাই বাংলাদেশে আগামী শুক্রবার (২৪ মার্চ) রমজান শুরু হচ্ছে।  

তবে সৌদিতে চাঁদ দেখার খবর পেয়ে শরীয়তপুরের প্রায় ২০ গ্রামের মানুষ বুধবার (২২ মার্চ) দিনগত রাতে সেহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেছেন। বুধবার রাতে তারাবির নামাজ আদায় করেন তারা।

সুরেশ্বর দরবার শরিফের বর্তমান পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহিন নুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফের ভক্ত ও অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজান ও দুটি ঈদ পালন করে আসছেন। এ জেলার সুরেশ্বর, কেদারপুর, হালৈসার, চাকধো, চন্ডিপুরসহ ২০ গ্রামের মানুষ বিগত ১০০ বছর ধরে এভাবে ঈদ ও রোজা পালন করে আসছেন।

তিনি আরও জানান, চাঁদ কিন্তু একটিই, তাই পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা সেটাকেই অনুসরণ করে থাকি। আমাদের ভক্ত আশেকানসহ আমরা গতরাতে তারাবির নামাজ আদায় করেছি। বৃহস্পতিবার রোজা রেখেছি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।