জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
ডাকাতির প্রস্তুতিকালে কালাই উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার বড় তারা পশ্চিম পাড়া গ্রামের শেখ সাদীর ছেলে শালিন (২২), বড় তারা মধ্যপাড়া গ্রামের মুনছুর রহমানের ছেলে রাকিব হাসান (২৬), পাঁচবিবি উপজেলার গোড়না বাজারের আব্দুল ওহাবের ছেলে ইব্রাহিম হোসাইন (২৮) ও বগুড়ার ধুনট উপজেলার জালশুকা গ্রামের খালেক খন্দকারের ছেলে নাফিজ খন্দকার (২০)।
ওসি শাহেদ আল মামুন জানান, আটকরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। সোমবার (১ মে) গভীর রাতে কালাই বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু, লোহার তৈরি পাইপ ও প্লাষ্টিকের রশি জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ২ মে, ২০২৩
এসএম