ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ১৩, ২০২৩
বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (১৩ মে) দুপুরের দিকে উপজেলার সুন্যা বাইশখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ওই গ্রামের মহেজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, অন্যান্য দিনের মতো শনিবার দুপুরে স্থানীয় চকে শ্যালো মেশিনের মাধ্যমে ইরি ধানের ক্ষেতে পানি দিতে যান জাহিদুল। এ সময় মেশিনটি চালু করতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহন হন তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে একটি বাড়িতে নেন। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে সেখান থেকে জাহিদুলকে নিয়ে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহতের বাবা মহেজ উদ্দিন বলেন, জাহিদুল দুপুরে মাটি কেটে বাড়িতে এসে ক্ষেতে পানি দিতে গিয়েছিল। শ্যালো মেশিনটি চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুলের মৃত্যু হয়। দিনমজুর ও শ্যালো মেশিনের মাধ্যমে তার সংসার চলতো। এখন তার সংসার চালানোর মতো কেউ রইল না।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রমেশ পত্তনদার বলেন, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।