ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঈদের আগে বোনাসসহ ৯ দাবি বিএমজিটিএ’র

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ২৭, ২০২৩
ঈদের আগে বোনাসসহ ৯ দাবি বিএমজিটিএ’র

ঢাকা: ঈদের আগে উৎসব বোনাসসহ ৯ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)

শনিবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩১ হাজার ১৬১ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা খাতে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ৭২৭ কোটি টাকা। ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী একটি দেশের মোট জিডিপির ৬ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ রাখা উচিত।

যেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৩ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দ ছিল সেখানে কারিগরি ও মাদরাসায় ২টি বিভাগে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ৭২৭ কোটি টাকা। যার কারণে মাদরাসায় শিক্ষায় তেমন কোনো অগ্রগতি নেই। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বাস্তবায়ন ও স্মাট বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই।

তাই আসছে ২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেটে কারিগরি ও মাদরাসা ২টি বিভাগের বাজেট ১৫ হাজার কোটি টাকা এবং মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রয়োজন রয়েছে।

দাবিগুলো হচ্ছে-

১. আসন্ন ঈদুল আজহার আগেই শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান।  

২. মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধি বা মহার্ঘ ভাতা প্রদান।

৩. আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় প্রভাষকদের ১৬ বছর পূর্ণ হলে সব প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান।  

৪. সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান।

৫. বেসরকারি শিক্ষকদের বদলি প্রথা চালু।

৬. সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান।

৭. ইএফটি এর মাধ্যমে বেতন প্রদান।

৮. প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদান।

৯. মাদরাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা।

সংগঠনের মহাসচিব শান্তা ইসলামের সঞ্চালনায় এ সময়ে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ, ফখরুল ইসলাম, কে এম শামিম, মেহেদি হাসান সরকার ফিরোজ আলম, মো এলিন তালুকদার, সহ-সভাপতি মোহাম্মদ আলী কামরুন্নাহার, কবি সুরুজ্জামন, আব্দুস সাত্তার, শাহআলম, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, জসিম উদ্দীন, সালেহ উদ্দীন আহম্মেদ, মো. মনিরুজ্জান, আজাহার আলী মুক্তা, রফিকুল ইসলাম ও কামরুজ্জামন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ২৭, ২০২৩
 ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।