ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অনৈতিক সম্পর্ক, বাধা দেওয়ায় হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অনৈতিক সম্পর্ক, বাধা দেওয়ায় হত্যা

সাভার (ঢাকা): সাভারে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন পরকীয়া প্রেমিকের সঙ্গে অনৈতিক সম্পর্কের এক পর্যায়ে বিষয়টি জেনে যাওয়ায় বাধা দেন স্বামী। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক।

সর্বশেষ প্রেমিককে সঙ্গে নিয়ে অসুস্থ স্বামীকে গলাকেটে হত্যা করা হয়।

সোমবার (৩ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম।

এর আগে, গত ২৬ জুন সাভারের সাধাপুর এলাকা থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নুর ইসলাম ব্যাপারী (৫৫) ঢাকার ধামরাইয়ের সোয়াপুর ইউনিয়নের কুঠিরচর গ্রামের নেহাজ উদ্দিনের ছেলে।

 নুরকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি হলেন নুরের স্ত্রী ইতি বেগম ওরফে রানী (৩৫) ও তার পরকীয়া প্রেমিক আব্বাস আলী (৫০)।  

সংবাদ সম্মেলনে পুলিশের ওই কর্মকর্তা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গত ২৬ জুলাই সাধাপুর ইউনিয়নের ভাঙা ব্রিজ সংলগ্ন একটি বাড়ি থেকে নুরের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় নিহত নুরের ছেলে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্তের এক পর্যায়ে সন্দেহ হলে গত ২৮ জুন পুলিশ নুরের স্ত্রী রানী ও তার পরকীয়া প্রেমিক আব্বাস আলী গ্রেপ্তার করে।  

অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল জানান, গ্রেপ্তারের পর রানীকে ওই দিনই আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। আব্বাস আলীকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার হলে তিনিও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গত ২ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি ও ছুরি উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এসএফ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।