ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফের ট্যাংকারে বিস্ফোরণ, নয় পুলিশসহ দগ্ধ আরও ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
ফের ট্যাংকারে বিস্ফোরণ, নয় পুলিশসহ দগ্ধ আরও ১১

ঝালকাঠি: জেলার সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা নয় পুলিশ সদস্যসহ আরও ১১ জন দগ্ধ ও আহত হয়েছেন।

আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (০৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীর মধ্যে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই স্থানে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ নোঙ্গর করা ছিল। এ ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণ হওয়া জাহাজ থেকে বাকি তেল অপসারণ করার সময় পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নয় পুলিশ সদস্যসহ ১১ জন দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিস। দগ্ধদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এখন বেশি কিছু বলা যাচ্ছে না। বাকি তথ্য পেলে জানানো হবে।

আরও পড়ুন: ট্যাংকার বিস্ফোরণ, নদীতে পড়া অংশে মিলল ৩ মরদেহ

                      ৬ মাসের মাথায় দ্বিতীয়বারের মতো দুর্ঘটনায় তেলবাহী জাহাজটি
                      জাহাজের ইঞ্জিন রুমে মিলল এক স্টাফের মরদেহ
                      সুগন্ধায় বিস্ফোরণে উড়ে যায় জাহাজের পেছনের অংশ
                      ধীরে ধীরে ডুবছে সাগর নন্দিনী-২ , সরানো হচ্ছে তেল

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩/আপডেট ২০৫২ ঘণ্টা
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।