ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
পঞ্চগড়ে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হেরোইনসহ আবু হানিফ ওরফে হানি (৩৫) ও তার স্ত্রী মাসুমা খাতুন (৩০) নামের দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের হরবাবী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদক কারবারি আবু হানিফ ওই এলাকার সামসুল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই গ্রামে একটি মাদক চালান বহন করা হচ্ছে। পরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৯০ হাজার টাকা।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বাংলানিউজকে বলেন, আটককৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।