ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীর আল বারাকা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
ফেনীর আল বারাকা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা

ফেনী: পরীক্ষাগারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের দায়ে ফেনী শহরের বেসরকারি আল-বারাকা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে হাসপাতালে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কাউসার মিয়া।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি রোগ নির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করছিলো। সেজন্য জরিমানা করা হয়েছে ও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ফেনী শহর পুলিশ ফাঁড়ির একটি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এসএইচডি/ইইউডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।