ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানের বেশিরভাগ আবাসিক হলই যেন মরণফাঁদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
শিক্ষাপ্রতিষ্ঠানের বেশিরভাগ আবাসিক হলই যেন মরণফাঁদ

ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠানের বেশিরভাগ আবাসিক হলই মরণফাঁদ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মো. আল মামুন।    

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

আল মামুন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অথচ, শিক্ষার্থীরা যে আবাসিক হলগুলোয় থাকেন তার বেশিরভাগ হল পুরনো দিনের হওয়ায় নিরাপদ নয়।

সারা দেশের অনেক আবাসিক হল যেকোনো সময় ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। গত কয়েক মাসে কয়েকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় এসব হলের শিক্ষার্থীদের থাকাটা নিরাপদ নয়।

আল মামুন আরও বলেন, দেশে অনেকগুলো অবকাঠামো তৈরি করা হলেও সেগুলো পড়ে আছে দীর্ঘদিন। অথচ, শিক্ষার্থীদের মরণফাঁদ পুরনো আবাসিক হলগুলো নতুন করার কোনো উদ্যোগ সরকার নিচ্ছে না।

হলের শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী হলেও শিক্ষার্থীদের বাধ্য হয়ে ব্যবহার করতে হয়। অতিদ্রুত সময়ে সারা দেশে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বসবাসের উপযোগী করে তোলার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।