ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

তৈরি পোশাক শিল্পের উন্নয়নে অবদান রাখছে বুটেক্স: শিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
তৈরি পোশাক শিল্পের উন্নয়নে অবদান রাখছে বুটেক্স: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  

মঙ্গলবার(৩ অক্টোবর) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল টেস্টিং এন্ড কনসালটেশন সার্ভিস বা টিটিসিএস ল্যাবের আইএসও এবং বাংলাদেশ এক্রিডিটেশন বোর্ডের সনদপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

বুটেক্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০২৬ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারে তৈরি পোশাক রপ্তানিতে প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রাখবে বুটেক্স। নারীর ক্ষমতায়নে বুটেক্সর প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেও মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হলো মায়ের মত। যারা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে দেশের অগ্রগতিতে অবদান রাখছেন তাদের ওই প্রতিষ্ঠানের প্রতিও মমতা থাকতে হবে। আন্তর্জাতিক উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের সকল বড় বড় নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম পরিচালিত হয় তাদের অ্যালামনাইদের সার্বিক সহযোগিতায়। তিনি আহ্বান জানান, বুটেক্সের সার্বিক উন্নয়ন এখানকার অ্যালামনাইরা সার্বিক সহযোগিতার পাশাপাশি ওয়াচডগের ভূমিকা পালন করবেন। বুটেক্সের শিক্ষা এবং গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সরকারের সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যারা সরকারের সিআইপি পদমর্যাদা অর্জন করেছেন তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়।  

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জি. মো: মোজাফফর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ আইটিইটি'র সভাপতি ইঞ্জি. মো: শফিকুর রহমান, আইইবি (টেক্সটাইল ডিভিশনের) সভাপতি ইঞ্জি. মোহাম্মদ আসাদ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান।  

 

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩

এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।