ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মাগুরায় শারদীয় দুর্গোৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মাগুরায় শারদীয় দুর্গোৎসব শুরু

মাগুরা: মাগুরায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।  

শুক্রবার (২০ অক্টোবর) সকালে শহরের নিতাই গৌর সেবাশ্রমসহ জেলায় ৭০৩টি পূজামণ্ডপে ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে ষষ্ঠী পূজার অঞ্জলি দেন ভক্তরা।

সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

প্রতিটি মণ্ডপ শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মাগুরা নিতাই গৌর সেবাশ্রমের পুরোহিত তরুন চক্রবর্তী বলেন, বেলতায় ঘট স্থাপন ও ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভক্তরা অঞ্জলি দেন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ