ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল সম্মেলন-ট্রেড ফেয়ার অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল সম্মেলন-ট্রেড ফেয়ার অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশের ফেডারেশন অব ডেন্টাল সায়েন্সের (বিএফডিএস) উদ্যোগে জাঁকালো আয়োজনে ৩য় আন্তর্জাতিক ডেন্টাল সম্মেলন ও ট্রেড ফেয়ার ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ ডেন্টাল কনফারেন্স অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশের ফেডারেশন অব ডেন্টাল সায়েন্সের ( বিএফডিএস) আয়োজনে উক্ত কনফারেন্সে সারা দেশ থেকে প্রায় সহস্রাধিক দন্ত চিকিৎসক অংশ নেন।

স্বাগত বক্তব্যে সংগঠনের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, এ কনফারেন্স উপস্থিত সবার আধুনিক দন্তচিকিৎসা বিষয়ে জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে, আমাদের চিকিৎসা দেওয়ার সফলতা বাড়বে, দেশের অগণিত রোগী আরও ভালো চিকিৎসা পাবেন।

এন্ডোডন্টিস্ট স্টাইলোইটালিনোর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফেবিও গর্নি, ভারতের এন্ডোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক সঞ্জয় মিগলানি, গরিমা পোদ্দার, দীপক মেহতা, থাইল্যান্ডের মাহেদুল বিশ্ববিদ্যালয়ের ডা. অংগার্ট পুট্টিপিসিৎচেৎ, জাপানের ডা. কাজুহিতো নাসু এবং বাংলাদেশের থেকে অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, অধ্যাপক জাহিদ হোসেন, ডা. আনোয়ার সাদাত, ডা. সাইদ হারুন, ডা. নিতিশ কৃষ্ণ দাসসহ অনেকে কনফারেন্সে মূল্যবান বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি ডা. রকিবুল হোসেন রুমী কনফারেন্স সফল করার পেছনে সংগঠনের সব সদস্যের অক্লান্ত পরিশ্রম ও দেশ বিদেশের দন্ত চিকিৎসা বিশেষজ্ঞদের অংশগ্রহণ, বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন ও প্রশিক্ষণের কথা বিশেষভাবে উল্লেখ করেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
ইএসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।