ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যানবাহন সংকটে অফিসগামীরা ঝুঁকছেন রিকশায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
যানবাহন সংকটে অফিসগামীরা ঝুঁকছেন রিকশায়

ঢাকা: বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে নগরীতে বাস ও প্রাইভেটকার চলাচল কম দেখা গেছে। তবে রিকশা, সিএনজি ও মোটরসাইকেল চলাচলে কোনো প্রভাব পড়েনি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধের প্রথম দিন রাজধানীর মগবাজার, মৌচাক,  বেইলি রোড এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় বাস ও প্রাইভেটকার তুলনামূলকভাবে কম। অফিসগামী লোকজন বাসের অপেক্ষায় ছিলেন। অনেককেই বাসের জন্য অপেক্ষা করে পরে রিকশায় করে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।

রাজধানী মগবাজার মোড়ে কোনো রাজনৈতিক দলের পিকেটিং করতে দেখা যায়নি। তবে পুলিশকে টহল দিতে দেখা গেছে।

মগবাজার ওয়ারলেস মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষমাণ যাত্রী সেজান মাহমুদ বাংলানিউজকে বলেন, অবরোধে বাস কম। তবে যাত্রী বেশি। তাই বাসে ঠেলাঠেলি করে উঠতে পারছি না। অনেকক্ষণ ধরে বাসে ওঠার জন্য চেষ্টা করছি।

উল্লেখ্য, ২৮ অক্টোবর সমাবেশে বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর টানা তিন দিনের অবরোধ ডেকেছে বিএনপি। এর আগে একই ইস্যুতে ২৯ অক্টোবর হরতাল পালন করে দলটি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
টিআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।