ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ট্যাংকলরির হাউজে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
নারায়ণগঞ্জে ট্যাংকলরির হাউজে পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলবাহী ট্যাংকলরি পরিষ্কার করার সময় হাউজে পড়ে আবু সাইদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ফাহিম (১২) নামে আরও এক কিশোর আহত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের এসও রোড ডিপো টার্মিনালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ এসও রোড ডিপো টার্মিনাল এলাকার বাসিন্দা নাজিরের বড় ছেলে। তিনি এসও রোডের ইসমাঈলের তেলের গাড়ির ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর এ ঘটনায় মামলা দায়ের হবে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।