ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মিরপুরে তানজিল বাসের ধাক্কায় পথচারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, ডিসেম্বর ৪, ২০২৩
মিরপুরে তানজিল বাসের ধাক্কায় পথচারী নিহত

ঢাকা: রাজধানীর মিরপুরে মমিন উল্লাহ (৬৫) নামে এক ব্যক্তি দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি চিকিৎসা নিতে হাসপাতালে যাচ্ছিলেন।

মিরপুর-১ নম্বরে কিয়াংসি চাইনিজের বিপরীতে তানিন ভবনের সামনে তানজিল পরিবহনের একটি বাস মমিন উল্লাহকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে ঘটনাটি ঘটে। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

নিহত মমিন উল্লাহ লক্ষ্মীপুর সদর উপজেলার জাহানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি মিরপুরের শাহআলীবাগ এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মমিন রাস্তা পার হওয়ার সময় বেপরোয়াভাবে আসা তানজিল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৯০২০) একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মমিন রাস্তার ওপর পড়ে যান। পথের লোকজন তাকে ডেলটা মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মমিনের পরিবার জানিয়েছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে যাচ্ছিলেন।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, ঘটনার পর বাসটিকে জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।