ঢাকা: কলেজ ফান্ডের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে রামু সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। নানা অভিযোগের কারণে রামু সরকারি কলেজে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুদক জেলা কার্যালয়, কক্সবাজার থেকে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।
জানা গেছে, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সরকারিকরণকৃত কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে বেসরকারি প্রতিষ্ঠানের মতো বেতন ফি আদায় সংক্রান্ত ভাউচার, শোক দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য খাতের খরচের ভাউচার সংগ্রহ করে। এছাড়াও কলেজের ব্যাংক হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।
এদিকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে দলিল সম্পাদন বাবদ ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা কর্তৃক অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম কর্তৃক দৈবচয়নের ভিত্তিতে কিছু বণ্টননামা ও অন্যান্য দলিল যাচাই করা হয়। এছাড়া দলিল লেখক ও দলিল দাতা-গ্রহীতাদের সাথে কথা বলে তাদের বক্তব্য গ্রহণ ও প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক পরবর্তীতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৪
এসএমএকে/এমজেএফ