ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে নিষিদ্ধ ঘোষিত কীটনাশকের চালান আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
সৈয়দপুরে নিষিদ্ধ ঘোষিত কীটনাশকের চালান আটক 

নীলফামারী: জেলার সৈয়দপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে প্রায় ১০০ টন নিষিদ্ধ ঘোষিত ব্রিফার জি-৫ (কার্বোফুরান) কীটনাশকের চালান আটক করা হয়েছে।  

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই, র‍্যাব ১৩, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ওই  নিষিদ্ধ ঘোষিত কীটনাশকের চালান আটক করা হয়।

সূত্র জানায়, কার্বোফুরান নামের বালাইনাশক মানুষসহ বেশির ভাগ প্রাণীর জন্যই মারাত্মক ক্ষতিকর। ২০১৬ সালে জাতিসংঘ এটি নিষিদ্ধ করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়। এরপর এখন পর্যন্ত বিশ্বের ৮৭টি দেশ বালাইনাশকটি নিষিদ্ধ করেছে। গত বছরের জানুয়ারিতে ৮৮তম দেশ হিসেবে বাংলাদেশও এটির ব্যবহার নিষিদ্ধ করে। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী, গত জুন ২০২৩ থেকে এটি আর ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু গত ৩১ জুলাই সরকারের বালাইনাশক বিষয়ক জাতীয় কারিগরি কমিটির (পিটাক) সভায় ৩০ অক্টোবর ২০২৩ পর্যন্ত কার্বোফুরান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।

এসব নিষিদ্ধ ঘোষিত কীটনাশক ট্রাকযোগে যশোরে পাঠানো হচ্ছিল বরে জানা যায়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চালানটি জব্দ করে। এ বালাইনাশক ব্যবহার করলে মাজড়া পোকাসহ উপকারী পোকা মারা যায়।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম সত্যতা নিশ্চিত করে জানান আটক করা নিষিদ্ধ বালাইনাশক ওষুধের গুদাম  সিলগালা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।