ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

নাটোর: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারসহ শান্তির দাবিতে নাটোরে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সব গণমাধ্যমকর্মী।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ প্রতিদিন, নিউজটোয়েন্টিফোরের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. রেজাউল করিম রেজা, এটিএন বাংলার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ সিনিয়র সাংবাদিক মো. জালাল উদ্দিন, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মো. নাজমুল হাসান, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার পত্রিকার প্রতিনিধি বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেন, এসএ টিভির মোস্তাফিজুর রহমান টুটুল, ঢাকা পোস্টের প্রতিনিধি গোলাম রাব্বানীসহ অনেকে।  

এ সময় সাংবাদিকরা বলেন, দুষ্কৃতকারীরা গণমাধ্যমকে বন্ধ করতে এসব হামলা চালিয়েছে। আমরা সাংবাদিকরা যদি এক জোট হয়ে থাকি, তাহলে কোনো ব্যক্তি কোনো গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর আক্রমণ করতে পারবে না। আমরা দুষ্কৃতকারীদের শাস্তি চাই। নতুন সরকারের কাছে আমাদের আহ্বান, গণমাধ্যমে যারা হামলা করেছে দ্রুত তাদের আইনের আওতায় আনা হোক।

এছাড়া ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা-ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানানোসহ দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।