ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরায় পরিত্যক্ত অবস্থায় মিলল গুলি-ম্যাগাজিনসহ পিস্তল

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
উত্তরায় পরিত্যক্ত অবস্থায় মিলল গুলি-ম্যাগাজিনসহ পিস্তল

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

রোববার (২৪ নভেম্ববর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার আইচি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উত্তর-পূর্ব পাশে তুরাগ নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, উদ্ধার পিস্তলটি জাপানের তৈরি যার গায়ে ইংরেজিতে মেড ইন জাপান আর্মি লেখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।