ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

লেবানন থেকে ফিরছেন আরও ৫৮ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮ পিএম, জানুয়ারি ১৪, ২০২৫
লেবানন থেকে ফিরছেন আরও ৫৮ বাংলাদেশি ফাইল ছবি

ঢাকা: লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৫৮ বাংলাদেশি। আগামী ১৬ জানুয়ারি এসব বাংলাদেশি ঢাকায় পৌঁছাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৫৮ বাংলাদেশি বিমানযোগে দোহা হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।

লেবাননে যুদ্ধাবস্থায় প্রবাসী বাংলাদেশিরা যারা দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকে নিজ খরচে দেশে ফেরত আনছে সরকার। লেবানন থেকে এর আগে ১৭টি ফ্লাইটে সর্বমোট ১ হাজার ১৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
টিআর/আরবি

বাংলাদেশ সময়: ১২:৫৮ পিএম, জানুয়ারি ১৪, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।