সিলেট: অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে আটক করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপির) কোতোয়ালি মডেল থানার সদস্যরা।
গ্রেপ্তাররা হলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি অয়ন দাস; তিনি কেন্দ্রীয় কমিটিরও সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি নগরের বাগবাড়ি প্রমুক্ত একতা এলাকায়। অয়নের বাবার নাম বিমল কান্তি দাস।
দক্ষিণ সুরমার লালারচক গ্রামের আব্দুল খালিকের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য আব্দুল জলিল তালুকদার। এবং সদর উপজেলার বহর আবাসিক এলাকার মৃত মাওলানা জামিল আহমদের ছেলে ও সিসিকের ৩৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এনইউ/এমজে