ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
বরিশালে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২

বরিশাল: বরিশাল নগরে অপারেশন ডেভিল হান্টে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপ-পরিদর্শক তানজিল বিষয়টি নিশ্চিত করেছেন।  

এদিকে সোমবার দুপুর সাড়ে ১২টায় নগরীর মরকখোলার পুল এলাকায় কাউনিয়া থানা পুলিশের সদস্যরা প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম সফল করতে জনগণের সহায়তা কামনা করেন তিনি।

অপরদিকে মেট্রো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নগরের তিনটি স্থানে অপারেশন ডেভিল হান্টের স্থায়ী চেকপোস্ট বসেছে। তাছাড়া থাকছে ভ্রাম্যমাণ টহল টিম। এদিকে জেলায় নিয়মিত অভিযানের সঙ্গে ডেভিল হান্ট যুক্ত হয়েছে।

এদিকে জেলার পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, জেলায় পুলিশের তৎপরতা বেড়েছে। যাতে কোনো দুষ্কৃতকারী রেহাই না পায়। সে জন্য তারা সচেষ্ট আছেন। এ ধারবাহিকতায় রোববার (৯ ফেব্রুয়ারি) ১৩ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।