ঢাকা, শনিবার, ১ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

জাতীয়

বিয়ে বাড়িতে গান শোনা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
বিয়ে বাড়িতে গান শোনা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল শিশুর

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়িতে গানবাজনা শোনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ময়না আক্তার (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।  এতে আহত হয়েছেন‌ উভয়পক্ষের অন্তত পাঁচজন।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়ায় এ ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের হানিফ মিয়ার মেয়ে তাইবা আক্তারের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে পার্শ্ববর্তী চাউরখলা গ্রামের ছেলেরা গান শুনতে আসেন। এসময় গানবাজনাকে কেন্দ্র করে বর পক্ষের সঙ্গে ওই ছেলেদের ঝগড়া হয়। পরে চাউড়াখলার ছেলেরা বিষয়টি কনের চাচা হোসেন মিয়াকে জানান। কিন্তু হোসেন মিয়া বিষয়টির মিমাংসা না করে চাউড়াখলার ছেলেদের ওপর ক্ষুব্ধ হয়ে বেলাল মিয়া নামে এক যুবককে চড় দেন। পরে ওই এলাকার ছেলেরা সংঘবদ্ধ হয়ে কনেপক্ষের লোকজনের ওপর হামলা করেন। একপর্যায়ে উভয়পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বল্লমের আঘাতে ময়না গুরুতর আহত হয়। পরে শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

সংঘর্ষে ইট পাটকেলের আঘাতে আহত পাঁচজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।