ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্রদের বিরোধ মেটাতে এসে অভিভাবকদের মারামারি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ছাত্রদের বিরোধ মেটাতে এসে অভিভাবকদের মারামারি!

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর আবদুল্লা উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে বিরোধ মেটাতে এসে উভয়পক্ষের অভিভাবদের সংঘর্ষের ঘটনায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।



বুধবারের (১৬ সেপ্টেম্বর) এ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক নিলুফা আক্তার বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইউএনও আজিজুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেছেন।
  
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রতনপুর গ্রামের পূর্বপাড়া ও শেখের পাড়া’র ছাত্রদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি হওয়ার ঘটনায় প্রধান শিক্ষক বুধবার সংশ্লিষ্ট অভিভাবকদের স্কুলে ডাকেন। পরে দু’পক্ষের অভিভাবকরাই প্রধান শিক্ষকের কক্ষে আসেন। কিন্তু সেখানে বৈঠক শুরুর আগেই পূর্বপাড়ার ছাত্রদের অভিভাবক আমান উল্লাহ ও জামাল মিয়া শেখের পাড়ার অভিভাবকদের উপর হামলা চালায়। এসময় দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলায় শেখের পাড়া’র অভিভাবক আবু তাহের ও হারিছ মিয়া আহত হন।

সংঘর্ষ চলাকালে অফিস কক্ষে থাকা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ বেশকিছু আসবাবপত্র ভাঙচুর করে দাঙ্গাবাজরা।
 
ঘটনার সত্যতা স্বীকার করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আক্তার বাংলানিউজকে জানান, এ ঘটনার প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে লিখিত আবেদন করা হয়েছে। এরপর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।