ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক সাংবাদিক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এ উদ্বেগ প্রকাশ করেন।
তারা নঈম নিজামের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং গ্রেফতারি পরোয়ানার বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত ও তাকে হয়রানি না করার আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, স্বাধীন মত প্রকাশ যেখানে সাংবিধানিক অধিকার এবং গণমাধ্যমকে যেখানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের স্বীকৃতি দেওয়া হয়েছে, সেখানে একজন সাংবাদিকের বিরুদ্ধে এভাবে গ্রেফতারি পরোয়ানা জারি স্বাধীন সাংবাদিকতা পরিপন্থী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও মানহানিকর এ মামলা প্রত্যাহার দাবি জানায়। একই সঙ্গে মাননীয় আদালতের কাছে অনতিবিলম্বে এ মামলায় তার জামিন নিশ্চিত করার জোর দাবি জানাই।
উল্লেখ্য, ২০১২ সালের ১৮ মে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান নিপু নড়াইলের একটি আদালতে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে ১০ কোটি টাকা মানহানির মামলা দায়ের করেন। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালত সম্পাদক নঈম নিজাম ও সে সময়কার প্রকাশক মোস্তফা জামাল মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
বিজ্ঞপ্তি/আরএম