ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

দেওয়ানগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
দেওয়ানগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।



বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারের বক্করের ওয়ার্কশপ থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে আব্দুল বারী, লিটন মিয়ার, বিপ্লবের কাপড়ের দোকান, আনাম মিয়ার ধানের গুদাম, সাইফুলের হার্ডওয়ারের দোকানসহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দাবি তাদের।

খবর পেয়ে পার্শ্ববর্তী ইসলামপুর ও শেরপুর থেকে আসা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।