ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারে ট্রলি ও বাসের সংঘর্ষে সাইফুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।


 
রোববার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ইসলামপুর নাপিতখালী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম উপজেলার কৈলাস ঘোনার আব্দুল আলিম ওরফে বাছু বলির ছেলে।

আহতরা হলেন- উপজেলার নাপিতখালী এলাকার আবদুল মজিদের ছেলে জসিম উদ্দিন (৩০) ও ট্রলি চালক নুরুল ইসলাম (৫০)। তাদের ডুলহাজারা খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাঠবোঝাই একটি ট্রলির সঙ্গে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।  

রামু ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।