গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় এক মানসিক বিকারগ্রস্ত নারী নিহত হয়েছেন।
শনিবার (০৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে টঙ্গীর বাঁশপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, রাতে বাঁশপট্টি এলাকায় একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়েছেন। নিহতের পরনে ছাপা রংয়ের শাড়ি এবং নেভি ব্লু ও খয়েরি রংয়ের দু’টি ব্লাউজ ছিলো।
নিহত ওই নারীর আনুমানিক বয়স ৫০ বছর হবে, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বেলা সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা ছিলো।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
আরএইচএস/টিআই