ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
জয়পুরহাটে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু ছবি: প্রতীকী

জয়পুরহাট: জয়পুরহাটে ডাকাতির সময় গণপিটুনিতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
 
শনিবার (৭ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার দোঁগাছি ইউনিয়নের পাথুরিয়া হাজীপাড়া গ্রামে ডাকাতির সময় আহত হন তিনি।


 
পরে, রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ডাকাত নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
নিহত আনোয়ার জয়পুরহাট সদর উপজেলার ভাদশা গ্রামের বাহার হোসেনের ছেলে।  
 
জানা যায়, শনিবার রাত ২টার দিকে আনোয়ারসহ পাঁচ জন হাজীপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়িতে ডাকাতি শুরু করেন। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আনোয়ারকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।
 
এ সময় উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে আনোয়ার গুরুতর আহত হন। পরে, তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।  
 
দোঁগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার রোববার সকালে মারা গেছেন।
 
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।