ঢাকা: রাজধানীর আশুলিয়া থানা এলাকার আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় বখাটে লিটনকে (২৩) যাবজ্জীবন কারাদাণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (০৮ নভেম্বর) বিকেলে ঢাকার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এ রায় দেন।
আসামি লিটন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের সানাউল্লাহ ব্যাপারীর ছেলে।
রায়ে লিটনকে যাবজ্জীবন কারাদণ্ডের অতিরিক্ত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
২০১১ সালের ১৫ নভেম্বর প্রথম শ্রেণি পড়ুয়া ওই শিশুকে ভাড়া বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে লিটন। এ ঘটনার পরপরই লিটনকে আটক করে পুলিশ।
পরে মামলা তদন্ত শেষে লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন আশুলিয়া থানা পুলিশের এসআই আইয়ুব খান।
রায় ঘোষণার আগে চার্জশিটের ১২ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।
এদিকে আটক হওয়ার চার বছর তিন মাস পর চলতি বছরের ৩ মার্চ জামিনে ছাড়া পান লিটন। এরপর ১৫ অক্টোবর থেকে মামলার যুক্তিতর্ক শুরু হলে তিনি পলাতক আছেন। তার অনুপস্থিতিতেই রোববার এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
বাদী পক্ষে মামলা পরিচালনা করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এমআই/এমএ/বিএস