ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে আদালত চত্বর থেকে ৪ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
নড়াইলে আদালত চত্বর থেকে ৪ আসামি গ্রেফতার ছবি : প্রতীকী

নড়াইল: নড়াইল আদালত চত্বর থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লাঠি, রড ও কয়েক বস্তা ভাঙা ইট উদ্ধার করা হয়েছে।

 
 
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দু’টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।  
 
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- লোহাগড়ার মাসুদ রানা, আলামিন, অনু মোল্লা ও জামাল মোল্লা। তারা সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি।
 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা আদালত চত্বরে অরাজকতা সৃষ্টির জন্য জড়ো হয়েছিলেন। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।