সংসদ ভবন থেকে: দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের প্রথম কার্যদিবস শুরু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ৪টা ৩৭ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।
দশম জাতীয় সংসদের চলতি বছরের শেষ এবং চতুর্থ অধিবেশন এটি। এ অধিবেশনে নতুন-পুরনো মিলিয়ে ১৪টি বিল রয়েছে। শুরুতেই অষ্টম অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন করা হবে।
কার্যপ্রণালীবিধি অনুযায়ী, সিটিং সংসদ সদস্য (এমপি) মারা গেলে তার ওপর শোক প্রস্তাব আনেন প্রধান হুইপ। পরে সেই শোকপ্রস্তাবের ওপর আলোচনা শেষে তা সংসদে গৃহিত হয়। গত সপ্তম অধিবেশনের পর থেকে অষ্টম অধিবেশন শুরুর আগ পর্যন্ত সময়ের মধ্যে সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী মারা গেছেন। তার ওপর আলোচনা শেষেই প্রথম দিনের কার্যসূচি সমাপ্ত হবার কথা রয়েছে।
এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর রয়েছে।
এছাড়া আইন প্রণয়ন কার্যাবলীতে, মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ-২০১৫ (অধ্যাদেশ নং-২, ২০১৫) এবং স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ-২০১৫ (অধ্যাদেশ নং-৩, ২০১৫) উত্থাপনের কথা রয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বিল দু’টি উত্থাপন করবেন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসএম/আরএম